Site icon Jamuna Television

জামালপুরে বাবা-মা’র ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ আইনে দায়ের করা মামলায় মো. হাবিব শেখ (২৫) নামে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তাকে মেলান্দহ থানা পুলিশ গ্রেফতার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) মামলাটি করেন ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন। অত্যাচার-নির্যাতন ও ভরণপোষণ না দেয়ায় নিরুপায় হয়ে বৃদ্ধ তোফাজ্জেল তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ তোফাজ্জেল ও মাতাত মোছা. হাজেরা বেগমের সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে হাবিব। এছাড়া বাবা-মা’র দেখাশোনা করতেন না। তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

মেলান্দহ থানার ওসি রাজু আহামেদ বলেন, পিতা-মাতাকে ভরণপোষণ না দেয়ার অভিযোগের মামলায় ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version