মানবাধিকার সুরক্ষায় বড় ধরনের সংস্কার পদক্ষেপের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের

|

মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে বড় ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার (২৪ জানুয়ারি) সংস্থাটির মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় তারা উদ্বিগ্ন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী দলের আনুমানিক ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবর জানা যাচ্ছে।

এ ছাড়া নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দেশটিতে ৫৬ জন নিহত হয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply