বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল ওই তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার জন বিচারপতি কর্মরত আছেন। প্রধান বিচারপতি ছাড়াও অন্যরা হলেন, বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। তবে নতুন নিয়োগের ফলে আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা সাতজনে উন্নীত হলো।
এদিকে, নতুন তিন বিচারপতিকে সংবর্ধনা দেবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
Leave a reply