ইউক্রেন বিরোধী এক ব্লগারকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়ার অপরাধে এক রুশ নারীর ২৭ বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দরিয়া ত্রেপোভা নামে ওই নারীর বিরুদ্ধে এই রায় দেন রাশিয়ার একটি আদালত। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।
জানা যায়, রাশিয়ার ইতিহাসে একজন নারীর ওপর আরোপিত এটা সবচেয়ে সবচেয়ে কঠোর শাস্তি। ২৬ বছর বয়সী নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কয়েকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়টি ঘোষণার সময় বিচারকেরা বলেন, কিয়েভের নির্দেশেই হয়েছে নির্লজ্জ এই হত্যাকাণ্ড।
গত বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বক্তব্য দেয়ার সময় সঙ্গে থাকা ছোট্ট একটি পুতুল বিস্ফোরিত হয়ে নিহত হন কট্টর সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি। ঘটনার আগ মুহূর্তে ওই পুতুলটি তাকে ত্রেপোভা উপহার হিসেবে দিয়েছিলেন। তবে ত্রেপোভা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ভেবেছিলেন পুতুলটিতে একটি শোনার যন্ত্র রয়েছে।
রাশিয়ান তদন্তকারীরা হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করেছে এবং ইউক্রেনের কর্মকর্তারা এটি নিশ্চিত বা অস্বীকার করেনি।
/এএম
Leave a reply