অর্থপাচার রোধে এনবিআরের সক্ষমতা আরও বাড়াতে হবে: অর্থমন্ত্রী

|

অর্থপাচার রোধে কাস্টমস কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে এনবিআরের সক্ষমতা আরও বাড়াতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীতে কাস্টমস দিবসের সেমিনারে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে যেতে পারেনি। যেসব ব্যবসায়ী নিয়ম মেনে, ভ্যাট, ট্যাক্স পরিশোধ করবে তাদেরকে প্রণোদনা প্রদানের পরামর্শ দেন অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ বলেন, রাজস্ব ফাকিবাজদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। এনবিআরকে পূর্নাঙ্গ অটোমেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বাড়ানো গেলে রাজস্ব আদায় বাড়বে। জানান, কম খরচে রাজস্ব আদায়ে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply