মানহানির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ মিলিয়নের জরিমানা

|

মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ মিলিয়নেরও বেশি ডলারের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় শুক্রবার, ম্যানহাটন ফেডারেল আদালতের ৯ সদস্যের প্যানেল এই নির্দেশ দেন। ক্ষতিপূরণের অর্থ পাবেন ভুক্তভোগী নারী ই. জেন ক্যারল। এরইমধ্যে অবশ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিযোগ, নির্বাচনের আগে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী পক্ষ। ক্যারল একজন লেখক ও সাংবাদিক। প্রায় তিন দশক আগে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ক্যারল। পরে আদলতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির মামলাও ঠুকে দেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply