গাজায় গণহত্যা রোধে ব্যর্থ বাইডেন প্রশাসনের বিরুদ্ধে শুনানি

|

গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে একটি মামলার শুনানি শুরু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়।

কয়েকটি ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংগঠন বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এই মামলাটি করে। শুনানির দিন দেখা যায়, আদালতের বাইরেও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচি পালন করছে অনেক মানুষ। এ সময় ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শতাধিক মানুষ।

এ মামলায় বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও আসামি করা হয়েছে। অভিযোগপত্রে আন্তর্জাতিক আইন মেনে কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন সরকারের আরও তৎপরতা চালানোর দাবি জানানো হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply