আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করেই হামলা চালাচ্ছে ইসরায়েল

|

ফাইল ছবি

গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারের (২৬ জানুয়ারি) ওই রায়ে বলা হয়, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবে না ও ‘কথিত’ গণহত্যার প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করবে।

তবে এখনও ভয়াবহ খান ইউনিস জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের মূল টার্গেট আল নাসের হাসপাতাল।

ইতোমধ্যে, পুরোপুরি ব্ল্যাকআউটের কবলে খান ইউনিসের অন্যতম বড় হাসপাতালটি। প্রবেশ করতে দেয়া হচ্ছে না জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম। ভেতরে আটকা পড়ে আছে সাড়ে তিনশ’ রোগী ও ৫ হাজার আশ্রিত।

এছাড়া, কাছাকাছি এলাকায় হামাস যোদ্ধাদের সাথে বড় ধরণের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। শহরটির আল আমাল হাসপাতাল ঘিরেও চলছে হামলা। খান ইউনিসের বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হচ্ছে বারবার। যদিও বের হওয়ার সব পথ প্রায় বন্ধ।

রাফাহ সীমান্তেও বড় ধরণের হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত হয় দু’জন। বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮৩-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply