যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৩ বিলিয়ন ডলারের মাধ্যমে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ক্রয় করতে চলছে তুরস্ক। মার্কিন সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেক্ষেত্রে জানানো হয়, ৪০টি যুদ্ধবিমান পাচ্ছে আঙ্কারা।
এছাড়া, তুরস্কের ভাণ্ডারে থাকা ৭৯টি এফ সিক্সটিন ফাইটার জেটের জন্য আধুনিক কিটও পাঠাবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গ্রিসের কাছেও ৪০টি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করবে ওয়াশিংটন। যার মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।
এক বছর ধরে ন্যাটোয় সুইডেনের অন্তর্ভুক্তিতে বাধা হয়েছিল তুরস্ক। তবে এফ সিক্সটিন পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই সিদ্ধান্ত পাল্টায় দেশটি।
এর আগে, ২০২১ সালেই এফ সিক্সটিন জেটের জন্য আবেদন করেছিল তুরস্ক। গত বছর ইউক্রেনকে এফ সিক্সটিন সরবরাহে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। সামরিক জোটের একমাত্র দেশ হিসেবে হাঙ্গেরি এখনও ন্যাটোয় সুইডেনের সদস্যপদে অনুমোদন দেয়নি।
/এমএইচ
Leave a reply