দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

|

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির এ নেতা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে চায় বিএনপি। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হলো চীন, ভারত ও রাশিয়ার সরকার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ বিএনপির পূর্বের সব দাবিতে আজ শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করছে দলটি। একইদিনে আওয়ামী লীগও শান্তি সমাবেশ ডেকেছে ঢাকায়। তাতে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply