খাগড়াছড়ি করেসপনডেন্ট :
খাগড়াছড়িতে এক হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদরের কৈবল্যপীট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোবারক হোসেন ও নাসির উদ্দীন। তারা দু’জনই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পিকআপ ভ্যানে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। পরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা সদরের চেঙ্গী ব্রীজ সংলগ্ন এলাকায় সন্দেহ হওয়ায় একটি মালবাহি একটি পিক-আপ দাঁড় করিয়ে জিজ্ঞসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। পরে ৪০ লিটারের ২৫ টি কন্টেইনার ভর্তি এক হাজার লিটার মদসহ গাড়ির চালক ও সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।
মূলত, পিকআপে করে উপরে ভুষি ভর্তি বস্তা বোঝাই ও নিচে কন্টেইনার ভর্তি চোলাই মদ নিয়ে একটি চক্র নিয়মিত চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবহন করে আসছিলো বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
/এএস
Leave a reply