Site icon Jamuna Television

দুর্গাপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার দুর্গাপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী আল আমিন আকন্দ (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হলে স্ত্রী সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার কথা আদালতে স্বীকার করে আল আমিন। 

আটকৃত স্বামী আল আমিন আকন্দ দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার আওয়াল আকন্দের ছেলে।

পুলিশ জানায়, জেলার দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় গত বছরের ১৯ নভেম্বর পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার (১৭) হত্যার ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে সানজিদার স্বামী আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আল আমিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ আদালতের প্রেরণ করা হয়। আল আমিন তার স্ত্রী সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। 

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামীকে আটকের জন্য চেষ্টা করে যাচ্ছিল পুলিশ। অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

/এএস

Exit mobile version