২০২১ সালে কাতারি ক্লাব আল সাদ থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুঃসময়ে কোচ হিসেবে দায়িত্ব নেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে শনিবার লীগে ভিয়ারিয়ালের কাছে হারের পর হঠাৎ করে ঘোষণা দেন ক্লাব ছাড়ার। চলতি মৌসুম শেষে চলে যাবেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভিয়ারিয়ালের সাথে হারের পর রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। ক্লাব ছাড়ার প্রসঙ্গে জাভি বলেন, বার্সেলোনা পরিবারের মতো। বার্সেলোনাকে নিজের থেকেও বেশি প্রাধান্য দিয়েছি। চলে যাওয়াটা অনেক কষ্টের।
ক্লাবের সাথে চুক্তি আরও এক বছর থাকলেও, আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন এই কোচ। জাভি বলেন, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে ও ক্রীড়া পরিচালক ডেকোর সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
\এআই/
Leave a reply