শীত মৌসুমেও গরমে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা। হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে স্পেনের পার্কগুলোতে তাই মানুষের ভিড়। খোলা জায়গায় স্বস্তি পেতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে মার্চ এই তিন মাস ঠাণ্ডা পড়ার কথা থাকলেও দেশটিতে এখন শীতের দেখা নেই। আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্যান্য বছর এই সময় দেশটিতে তাপমাত্রা থাকে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবার কোনো কোনো অঞ্চলে তা উঠে যাচ্ছে ২৮ ডিগ্রি সেলমিয়াস পর্যন্ত।
হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শঙ্কিত স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অবস্থা বলে মনে করছেন অনেকে। এভাবে চলতে থাকলে অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে ধারণা বাসিন্দাদের।
শুধু স্পেইনই নয়, দক্ষিণ ইউরোপের বেশিরভাগ দেশের অবস্থাই এখন একই রকম। ইতালির ন্যাশনাল কাউন্সিল অব রিসার্চ জানিয়েছে, দেশটিতে দু’শো বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস ছিলো ডিসেম্বর।
এমন পরিস্তিতিতে লোকসান গুণছেন রোমের শীতের কাপড়ের ব্যবসায়ীরা। গেলো বছরের তুলনায় এবার প্রায় ৩০ শতাংশই কমে গেছে গরম কাপড়ের চাহিদা।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে গরম ছিলো ২০২৩ সাল।
\এআই/
Leave a reply