ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজাবাসী

|

রাফাহ'র একটি অস্থায়ী শিবিরে একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি বালতি ব্যবহার করে ভারী বৃষ্টিতে ভিজে যাওয়া তাঁবু থেকে জল পরিষ্কার করছেন। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি আগ্রাসন আর মানবিক সংকটের মধ্যেই তীব্র বৃষ্টির কবলে গাজাবাসী। শনিবার (২৭ জানুয়ারি) ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়ে উপত্যকার দক্ষিণের বাসিন্দারা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাতভর বৃষ্টিতে পানি জমে যায় বিভিন্ন এলাকায়। ছবি: আল জাজিরা।

বৃষ্টির কারণে চরম বিপাকে পড়ে তাবুতে আশ্রয়গ্রহণকারীরা। বাতাসে উড়ে যাচ্ছে প্লাস্টিক শিট দিয়ে তৈরি দেয়াল বা আচ্ছাদন। ছবি: আল জাজিরা।

এদিকে, বৃষ্টির কারণে বেড়ে যায় শীতের তীব্রতা। শিশুদের জন্য নেই পর্যাপ্ত শীতবস্ত্র। ছবি: আল জাজিরা।

গাজার আকাশজুড়ে ঘন কালো মেঘের ফাঁকে দেখা যাচ্ছে রঙধনু। ছবি: আল জাজিরা।

ভারী বৃষ্টিতে প্লাবিত তাঁবুর মধ্যে পথ খুঁজে পেতে সাহায্য করছে একজন যুবক। ছবি: আল জাজিরা।

একদিকে শীতবস্ত্রের অভাব, অন্যদিকে অস্থায়ী আস্তানায় থাকা কম্বল, তোষক পর্যন্ত ভিজে যায় অনেকের। দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছায় অসহায় ফিলিস্তিনিদের। ছবি: আল জাজিরা।

অস্থায়ী তাঁবুতে একজন নারী রুটি তৈরি করছেন। ছবি: আল জাজিরা।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঠান্ডা ও ভারী বৃষ্টির মধ্যে আগুনের চারপাশে হাত রেখে নিজেদের গরম রাখার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। ছবি: আল জাজিরা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply