৬ মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার ২২৭ কোটি টাকা

|

দেশে রাজস্ব আহরণ বাড়াতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরও প্রতি মাসেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে সংস্থাটি। চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও ডলারের ঊর্ধ্বমুখী বিনিময় হারের কারণে সরকার পণ্য আমদানিকে নিরুৎসাহিত করেছে। ব্যাংকগুলোয় ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা ঋণপত্র বা এলসি খুলতে জটিলতার মুখে পড়ছেন। তার ওপর একক গ্রাহক ঋণসীমা নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে কমছে পণ্য আমদানি। ফলে কমছে শুল্কবাবদ রাজস্ব আয়ও।

চলতি অর্থবছর ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। এর মধ্যে ভ্যাট থেকে ১ লাখ ৫৯ হাজার কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা ও কাস্টমস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply