শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি সাত্তারের মৃত্যু

|

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মারা গিয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, বিএনপি কর্মী আব্দুস সাত্তার মারা গিয়েছেন।

সাতক্ষীরা কারাগার সুপার জানান, ২০২১ সাল থেকেই কারাগারে আব্দুস সাত্তার। ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ছিলেন তিনি। রোববার রাতে বুকে হঠাৎ যন্ত্রণা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতাল ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আব্দুস সাত্তার।

সাত্তার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল লতিফ। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কয়লা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply