পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্র

|

ছবি: দ্য গার্ডিয়ান।

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্র। পরস্পরের একাধিক সামরিক ঘাঁটিতে আঘাতের দাবি করেছে দু’পক্ষই। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। নিপ্রো-পেত্রোভস্ক ও জাপোরোঝিয়ায় কিয়েভ সেনাদের একাধিক অস্ত্রাগার ধ্বংস করেছে তারা।

কুপিয়ানস্ক, ক্র্যাসনি লিম্যান, দোনেৎস্ক ও খেরসনে কিয়েভের হামলা প্রতিহতের দাবিও করেছে রুশ সেনারা। জানায়, জেলেনস্কি বাহিনীর ছোঁড়া বেশ কয়েকটি রকেট ও ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, ২৫টির বেশি ফ্রন্টলাইনে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের দাবিও করে কিয়েভ। পুতিন বাহিনীর ছোঁড়া একাধিক মিসাইলও ধ্বংস করেছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply