ডিপফেকের স্বীকার সুইফট

|

টেইলর সুইফট। ছবি: সিএনএন।

এবার ডিপফেক ছবির স্বীকার হয়েছেন জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। তার বিকৃত ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিকৃত ছবি ভাইরাল হলে ক্ষোভ ঝাড়লেন গায়িকা নিজেই। সেই সাথে তার ফ্যানবেস দ্রুত একত্রিত হয় এবং ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বন্ধে ‘হ্যাশট্যাগ টেইলর সুইফট’ ক্যাম্পেইন শুরু করে। এ ঘটনায় সুইফটের ভক্তরা দুটি গ্রুপে ভাগ হয়ে যায়।

এদিকে সুইফট এসব ডিপফেক ছবি নির্মাতাদের নরকে যাওয়ার অভিশাপও দিয়েছেন এই গায়িকা। তিনি বলেন, আমি খুবই বিরক্ত। এগুলো যারা করে, তারা যেন নরকে যায়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছিল টেইলর সুইফটের ডিপফেক ছবি। নেটদুনিয়া থেকে ছবিটি মুছতে সময় লেগেছিল প্রায় ১৭ ঘণ্টা।

মূলত সুইফটের মুখমন্ডল কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্যে রূপান্তর করে বানানো হয়েছিল ডিপফেক ছবি।

\এআই/  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply