আসন্ন রমজানের জন্য খেজুর, ভোজ্যতেল, চিনি ও চালের মতো প্রয়োজনীয় পণ্যগুলোতে শুল্ক ছাড়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বললেন, বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।।
এক সপ্তাহ আগের চেয়ে বাজার দর নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা মজুদ করে দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাজারে যেন সরবরাহ ও চাহিদার ঘাটতি না থাকে সে বিষয়টিও গুরুত্ব পাবে।
আজকের মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী আইন, ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মো. মাহবুব হোসেন।
/এমএন
Leave a reply