কুমিল্লায় দুই ইউপি ও এক ভাইস চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের হামলা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার তিতাস উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় সভাকক্ষে তিতাস উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যাণ্ডসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সভা চলাকালে হঠাৎ তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তুষার ও কুমিল্লা জেলা (উত্তর) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ ২০ থেকে ২৫ জনের একটি দল সভাকক্ষে প্রবেশ করে। এ সময় তারা উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন, ৩ নং বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর নবী ও সাতানি ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক সরকারের ওপর হামলা চালায়। এতে সভাটি পণ্ড হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী, অভিযুক্ত, ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply