স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকা থেকে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর ইসলাম গুরুচরনদুধনই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক নুর ইসলাম গরু পালন করেন। সকালে তিনি গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ে নিয়ে যান। পরে তিনি সন্ধ্যায় গরু আনতে পাহাড়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজতে পাহাড়ে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা নুর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহের অবস্থা দেখে হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ জানান, নিহত কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/আরএইচ
Leave a reply