ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: কিরবি

|

জন কিরবি। ছবি: এনবিসি নিউজ।

ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে জর্ডান ভূখণ্ডে মার্কিন সেনাদের ওপর চালানো হামলার মোক্ষম জবাব দেয়া হবে। এ হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের সাথে সংঘাত চায় না। এই অঞ্চলে আমরা কারো সাথে সামরিক সংঘাতে জড়াতে চাই না।

তিনি আরও বলেন, আমরা কখনোই কারও ওপর কোনো ধরণের আগ্রাসন চালাইনি। বরং, যে হামলা আমাদের ওপর হচ্ছে সেগুলোই আগ্রাসী। তাই আমাদের সেনাদের ওপর যে ড্রোন হামলা হয়েছে তার জবাব দেয়া হবে। হামলার সাথে জড়িতরা পাবেন কঠোর শাস্তি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply