আজ থেকে সারাদেশে কমবে শীতের দাপট

|

আজকে থেকে সারাদেশেই কমবে শীতের দাপট। কোন কোন জায়গায় মাসের শেষদিন হতে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এমনই পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর বাতাসের আদ্রতা বাড়লে, বাড়বে তাপমাত্রাও। পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকবে আবহাওয়া।

তবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শীতের পারদ। অবশ্য, উত্তরাঞ্চলে বিরাজ করছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল থাকলেও; সন্ধ্যা গড়ালেই বাড়ছে ঠান্ডা। কুয়াশার চাদরে আবৃত বহু জনপদ। হিমেল হাওয়া বাড়াচ্ছে কয়েকগুণ ভোগান্তি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষরা।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে কমেছে আয়-রোজগার। সেই সাথে রয়েছে শীতবস্ত্রের অভাব। শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে রাজধানী ঢাকার চিত্র অন্যান্য জেলার তুলনায় ভিন্ন।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply