বরগুনায় পুড়ে ছাই ২৫ দোকান

|

বরগুনা করেসপনডেন্ট:

বরগুনা সদর উপজেলার ফুলজুরি বাজারে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। সোমবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১ টার দিকে বাজারের মোতালেবের হোটেল থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা কর্মকর্তাদের। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা ও স্থানীয় প্রশাসন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply