রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৩

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ কামারুজ্জামান হলের ছাদ ধসে পড়েছে। এতে ৩ নির্মাণ শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনটির ছাদ ও একাংশ ধসে পড়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মরত শ্রমিকদের ধারণা। কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ভবনটিতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১২ জন কর্মচারী। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ। এসময় ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

রাবির জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজ চলছে। আমি শুনেছি, সেখানে ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম, এখন যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply