ফিলিস্তিনি চিকিৎসকের ছদ্মবেশ ধরে দখলকৃত পশ্চিম তীরের একটি হাসপাতালে ঢুকে অভিযান চালিয়েছে একদল ইসরায়েলি সেনা। রোগী ভর্তি ভবনের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেনিনের ইবনে সিনা হাসপাতালে ঘটে এমন ঘটনা। জানিয়েছে আল জাজিরা।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এ অভিযানের দৃশ্য। ইসরায়েলি বাহিনীর সদস্যরা কেউ কেউ নারীদের পোশাকে, কেউ আবার মেডিকেল স্টাফ সেজে প্রবেশ করেছে হাসপাতালটিতে। ভেতরে গিয়ে বের করে অস্ত্র।
তেল আবিবের দাবি, হাসপাতালটিতে কমান্ডোদের অভিযানে মৃত্যু হয় তিন ফিলিস্তিনির। এদের মধ্যে একজন হামাসের ও দুজন ইসলামিক জিহাদের সদস্য। ইসরায়েলের অভিযোগ, হাসপাতালে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনা করছিলো ফিলিস্তিনি সংগঠনটি।
হামাস জানায়, তাদের একজন সদস্যসহ ‘তিনজন যোদ্ধাকে হত্যা করেছে’ ইসরায়েলি বাহিনী। গুলিতে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
/এএম
Leave a reply