রাবিতে ভবন ধসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

|

রাজশাহী করেসপনডেন্ট:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভবন ধসের ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ কর্মকর্তা ড. প্রদীপ কুমার পান্ডে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ ইন্সট্রাকশনের প্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়ে, গঠিত এই কমিটি ৭ দিনের মধ্যে দুর্ঘটনার কারণ ও কাজের গুনগত মান পরীক্ষা ও যাচাই করবে। এক্ষেত্রে ভবন নির্মানের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে জানান, কেউ চাপা পড়েনি নিশ্চিত হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

তবে আলোচিত রুপপুর পারমানবিক বালিশ কাণ্ডে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ কন্সট্রাকশকে কাজ দেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ই-টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। এক্ষেত্রে অনিয়ম হয়নি। তবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কোনো কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, আজ দুপুর ১২টার দিকে রাবির নির্মাণাধীন কামারুজ্জামান হলের প্রথম তলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে অন্তত ছয় নির্মাণশ্রমিক আহত হয়। তাদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply