বাহরাইনে দোতলা আবাসিক ভবন ধসে আহত ২০

|

বাহরাইনে একটি দোতলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ভবনটিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানী মানামার কাছে অবস্থিত সালমানিয়া এলাকায় হয় এই ভবন ধস। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করতে ফায়ার-ট্রাক ও ১৯টি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৬০ জন উদ্ধারকর্মী।

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় দু’জন বাসিন্দা রান্না করছিলেন। সেখান থেকে গ্যাসের বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানা গেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধসে পড়া ভবনটি অনেক পুরোনো ছিল। যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার কাজের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply