স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। বুধবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, ভোরে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসরে দুটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকানসহ ৭টি দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
/এএস
Leave a reply