দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি এবং জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দু্ইটি আসন। জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।
হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুজন জাতীয় পার্টি থেকে হতে পারেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তান, নারী আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেত্রীরা বেশি গুরুত্ব পাবেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র এমপিরা সমর্থন দেবেন বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুজন হবেন জাতীয় পার্টির।
এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান।
প্রসঙ্গত, ২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদে কোনো দলের কতজন প্রতিনিধি রয়েছেন, তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। সে হিসেবে একটি রাজনৈতিক দলের যদি ৬ জন এমপি থাকেন, তা হলে ওই দল থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি হবেন। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হওয়া এমপিদের ভোটের মাধ্যমে।
/এএম
Leave a reply