সংসদে শক্তিশালী বিরোধী দল দরকার: তথ্য প্রতিমন্ত্রী

|

সংসদে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন থাকলেও বিএনপি-জামায়াত তা হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বলেন, সংসদে শুভবুদ্ধিসম্পন্ন বিরোধী দল প্রয়োজন। বিএনপি-জামায়াত সংসদে গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যেত।

বুধবার (৩১ জানুয়ারি) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে একটি অপশক্তি এখনও তৎপর। তারা ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছিল।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, এদেশেও মধ্যপ্রাচ্যের মতো বিদেশি মোড়লরা ঢুকে পড়তে চেয়েছিল। শেখ হাসিনার মতো শক্তিশালী নেতৃত্ব না থাকলে অনেক আগেই দেশ অস্থিতিশীল হয়ে পড়ত। এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানিয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার আহ্বানও জানান তিনি।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply