পণ্য রফতানিতে নগদ প্রণোদনা বা ভর্তুকি বন্ধ করতে চায় সরকার। প্রথম ধাপে ১০ শতাংশ নগদ সহায়তা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত কার্যকর দেখানো হয়েছে ১ জানুয়ারি থেকে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা, ডব্লিউটিও বিধান অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে কোনো ধরনের রফতানি প্রণোদনা দেয়া যায় না। এখন এলডিসি থেকে বের হবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। সে জন্য চলতি বছর থেকে অল্প অল্প করে নগদ সহায়তা কমানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পোশাক ও বস্ত্র খাত, চামড়া, পাটজাত পণ্য, কৃষিপণ্য, আসবাব, প্লাস্টিক, কনজ্যুমার ইলেকট্রনিক, জাহাজ, প্লাস্টিকসহ ৪৩টি খাতকে চিহ্নিত করা হয়েছে। যদিও গত অর্থবছরে রফতানি প্রণোদনার জন্য ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর বড় অংশই এখনো পরিশোধ হয়নি।
এটিএম/
Leave a reply