উত্তরাঞ্চলে দাপট চালাচ্ছে মাঘের শীত। সে তুলনায় কিছুটা স্বস্তিতে রয়েছে ঢাকাবাসী। তবে অনাহুত অতিথির মতো হঠাৎ মধ্যরাতে রাজধানীতে হানা দেয় বৃষ্টি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীতে হঠাৎ বৃষ্টির দেখা মেলে। তবে বেশিক্ষণ নয়। অল্প কিছুক্ষণ চলে গুঁড়ি গুঁড়ি এই বর্ষণ।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কয়েকটি বিভাগে সপ্তাহজুড়ে থাকতে পারে এমন বৃষ্টি। ফলে সামান্য ওঠা-নামা করতে পারে তাপমাত্রা। এছাড়া মধ্যরাত থেকে দুপুর ঘন কুয়াশারও আভাস দেয়া হয়েছে।
অনাহুত অতিথির মতো হঠাৎ হানা দেয়া ক্ষণিকের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষেরা। কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে ভিজে যায় পিচঢালা পথ। এই অবস্থায় নগরীতে রাতের যানবাহনের চলার গতি কিছুটা কমে যায়।
সরেজমিন রাজধানীর গাবতলিতে দেখা যায়, গণপরিবহনের জন্য অপেক্ষমাণ শতশত ঘরমুখো মানুষ হঠাৎ বৃষ্টিতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
এ সময় বৃষ্টি থেকে বাঁচতে ফুটপাতের চায়ের দোকান, মসজিদ, পুলিশ বক্স ও বাস কাউন্টারগুলোতে আশ্রয় নিতে দেখা যায় অনেককে। তবে মাঘের শেষ বেলায় ক্ষণিকের এই বৃষ্টি কি তাহলে শীতের বিদায় বার্তা নিয়েই এসেছিল?
/এমএইচ
Leave a reply