রকির প্রথম গোলে বার্সার জয়

|

ছবি: লা লিগা টিভি

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি বার্সেলোনার হয়ে প্রথম গোল পেয়েছে। আর এই গোলকে পুঁজি করেই ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ কোপা দেল রেতে অ্যাথলেটিক বিলবাও এবং লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হেরে এই ম্যাচ খেলতে নেমেছিল জাভির শিষ্যরা। গত ম্যাচে পরাজয়ের পর মৌসুম শেষে বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। এ ম্যাচে ন্যূনতম ব্যবধানে জয় পেলেও নিশ্চয়ই এতে আত্মবিশ্বাস বাড়বে বার্সার।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৩ মিনিটে গোলের দেখা পায় বার্সা। হোয়াও ক্যানসেলো বুটের বাইরের অংশ দিয়ে বাঁকানো ক্রস দিয়েছিলেন। ১৮ বছর বয়সী রকি মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করে লক্ষ্যভেদ করেন। গোলের পর খেলায় কিছুটা প্রাণ ফিরলেও দুদল আর কোনো গোলের দেখা পায়নি।

এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ অবস্থানে বার্সা। সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply