বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া আরও এক মুসল্লির মৃত্যু

|

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া তিনজন মুসল্লির মৃত্যু হলো।

নিহতের নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি নেত্রকোনা জেলার সদর থানার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের দায়িত্বরত জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে আব্দুস সাত্তার বমি করে। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার ইজতেমায় অংশ নিতে যাওয়া দুজন মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনুছ মিয়া (৬০) ও চাপাইনবাবগঞ্জ জেলার জামান (৪০)।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply