হামাসের বিরুদ্ধে লড়াই করতে চায় ‘বেনে মেনাশে’রা

|

খান ইউনিসে আহত এক নারীকে বয়ে বেড়াচ্ছে আরেক ফিলিস্তিনি। পুরোনো ছবি: রয়টার্স

জোসেফ হাওকিপ, সদ্য স্নাতক। হামাসের সাথে যুদ্ধে লড়তে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত তিনি। ইহুদি ধর্মের ‘বেনে মেনাশে’ গোত্রের এই অনুসারীর জন্ম, বেড়ে ওঠা সবই ভারতের মনিপুরে। শুধু জোসেফ নয়, ভারতীয় বংশোদ্ভূত এই গোত্রের লোকজন বিশ্বাস করে (বাইবেলের কাহিনী অনুযায়ী), ইসরায়েলকে রক্ষা করা তাদের পরম দায়িত্ব।

বেনে মেনাশেকে ইহুদি ধর্মের ১০টি উপজাতির একটি বলে দাবি করা হয়। কথিত আছে, খ্রীষ্ট জন্মের ৭২১ বছর আগে আসিরিয়রা ইসরায়েল থেকে এই ১০টি আদি উপজাতিকে বিতাড়িত করে। তাদেরই একটি ধারা বেনে মেনাশে পূর্ব এশিয়া, ইউনান, মায়ানমার হয়ে বর্তমানে ভারতে বসবাস করছে।

বেনে মেনাশে ইহুদিদের প্রায় ৫ হাজারের মতো অনুসারীর বসবাস ভারতের মিজোরাম ও মনিপুরে। কয়েক পুরুষ ধরে ভারতে জন্ম নিলেও এখনও তারা ইসরায়েলকেই নিজেদের ভূমি মনে করে। ১৯৮৯ সাল থেকে ইসরায়েলে পাড়ি জমানো শুরু করে এই বেনে মেনাশেরা। দফায় দফায় মিজোরাম ও মনিপুর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মেনাশে পাড়ি জমিয়েছেন ইসরায়েলে।

ইসরায়েলে বসবাসরত ভারতীয় বংশোদ্ভুত এসব ইহুদিরা রয়েছেন বিভিন্ন পেশায়। এখনও ভারতে যারা রয়েছেন, তাদের বড় অংশই ইসরায়েলে যেতে চান হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অংশ নিতে। এসব ইহুদিদের ইসরায়েলে ফেরত নিতে কাজ করছে বিভিন্ন সংগঠন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply