ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা ইইউ’র

|

ব্রাসেলসের বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি: ইপিএ

দীর্ঘ নাটকীয়তা শেষে ইউক্রেনকে সহায়তা ইস্যুতে সিদ্ধান্ত বদলিয়েছে হাঙ্গেরি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ব্রাসেলসে হওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে কিয়েভকে সহায়তা দিতে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। খবর আল জাজিরার।

এসময় জোটের হাঙ্গেরিসহ ২৭ সদস্য দেশের নেতাদের সম্মতিতে ইউক্রেনের জন্য নতুন করে ৫০ বিলিয়ন ইউরো (৫৪ বিলিয়ন ডলার) সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী চার বছরে এই অর্থ পাবে কিয়েভ। যা ব্যবহার করা হবে পেনশন, সরকারি চাকরিজীবীদের বেতনসহ অন্যান্য খাতে।

এর আগে, গত ডিসেম্বরে ‘ইউক্রেন ইইউর সদস্য নয়’– এই দাবিতে হাঙ্গেরি সহায়তা আটকে দিয়েছিলো। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। দেশটি জানায়, মার্চ নাগাদ পৌঁছাবে প্যাকেজের প্রথম ধাপের অর্থ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply