পণ্যসহ উধাও ট্রাক ৫ দিন পর উদ্ধার, চালক গ্রেফতার

|

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পণ্য বোঝাই করে গন্তব্যে না গিয়ে লাপাত্তা হওয়া ট্রাক ৫ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার তালতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ট্রাক চালক হাফিজুর ইসলামের (৩০) বাড়ি নওগাঁ জেলার পত্নীতলার শিমুলিয়া গ্রামে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত ২৭ জানুয়ারি আশরাফ নামের এক ব্যক্তির আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের ৬ মেট্রিক টন সরিষা ঘোড়াঘাট পৌর শহরের একটি গোডাউন থেকে ওই ট্রাকে বোঝাই করে। স্থানীয় ট্রাক শ্রমিক অফিস ২৪৫ এর মাধ্যমে ভাড়া নেয়া নেয়া হয় ওই ট্রাকটি মুন্সিগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু চালক গন্তব্যে না গিয়ে সরিষা বোঝাই ট্রাকসহ লাপাত্তা হয়।

তিনি আরও জনান, বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকচালককে শনাক্ত করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুর উপজেলার তালতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৫ হাজার ৮ শত ৮০ কেজি সরিষা উদ্ধার ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এমএইচআর/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply