শেরপুর প্রতিনিধি:
যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়েও অংশগ্রহণ করতে পারেনি শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউড কেন্দ্রে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ৪০ জন প্রার্থী।
জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে না থাকায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। অনেকে মূল আইডি কার্ড আনা সত্ত্বেও ১০ মিনিট দেরিতে আসায় পরীক্ষায় বসতে পারেনি। এ ঘটনায় অনেক পরীক্ষার্থীকে কান্না করতে দেখা যায়। আত্মহত্যার হুমকিও দেয় অনেকে।
জেলা প্রশাসক জানান, সরকারি নিয়ম অনু্যায়ী মূল এনআইডি কার্ড না আনা অযোগ্যতার সামিল। সেই সাথে সকাল সাড়ে ৯টার পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম নেই। নিয়ম অনুযায়ী এবং সময়মত কেন্দ্রে উপস্থিত না থাকায় তারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
/এমএইচআর
Leave a reply