চট্টগ্রামের আকাশ মেঘে ঢাকা; হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি

|

চট্টগ্রাম ব্যুরো:

গত কয়েকদিনের মতো আজ শুক্রবারও (২ ফেব্রুয়ারি) ঘন কুয়াশা আর মেঘের দখলে ছিল চট্টগ্রামের আকাশ। সাথে ছিল টিপটিপ বৃষ্টি, সূর্যের দেখা মিলেনি দুপুর পর্যন্ত।

আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রামে আজ সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের সাথে টিপটিপ বৃষ্টির কারণে শীত অনুভূত হয়েছে বেশি।

ছুটির দিন হলেও সকাল থেকে যারা ঘর থেকে কাজে বের হয়েছেন, ভোগান্তিতে পড়েন সবাই। বৃষ্টির কারণে সবচেয়ে দূর্ভোগে পড়েন ভাসমান ও শ্রমজীবী মানুষজন।

কাল শনিবারও ঘন কুয়াশার সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply