মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা

|

রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা করছে। ছবি: আল জাজিরা।

মালয়েশিয়ার একটি ডিটেনশন ক্যাম্পে দাঙ্গার পর সেখান থেকে পালিয়েছে শতাধিক রোহিঙ্গা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের বিদোর ডিটেনশন ক্যাম্পে এই ঘটনা হয়। শুক্রবার ক্যাম্পটি থেকে পালিয়ে যায় মিয়ানমারের ১৩১ নাগরিক। এরমধ্যে ১১৫ জন রোহিঙ্গা। বাকিরা অন্য নৃগোষ্ঠীর সদস্য।

পালিয়ে যাওয়ার সময় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। পুলিশ জানায়, ডিটেনশন ক্যাম্পের কাঁটাতারের বেড়া পার হয়ে, পার্শ্ববর্তী একটি রাবার বাগানের মধ্যে দিয়ে পালিয়ে যায় বন্দিরা। তাদের আটক করতে এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply