টয়লেটে টিসিবির তেলের অবৈধ মজুদ, নাটোরে মুদি দোকানি আটক

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

নাটোরের সিংড়ায় বিক্রয় নিষিদ্ধ টিসিবির সাড়ে তিনশ’ লিটার সয়াবিন তেলসহ শাহ আলম নামে এক মুদি দোকানিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিলদহর এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, বোতলজাত সয়াবিন তেল ড্রামে রাখছিলেন শাহ আলম খন্দকার। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি র‍্যাবকে জানায়। পরে র‍্যাব সদস্যরা শাহ আলম খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেট ও খড়ি রাখার ঘর থেকে দুই লিটারের বোতল ও ড্রামে রাখা ৩৫০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করে। এছাড়া শাহ আলমকে আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম জানিয়েছেন, জব্দ করা সয়াবিন তেল একই জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে তিনি কিনেছিলেন। বাড়তি লাভের আশায় টিসিবির তেল কিনেছেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধারে র‍্যাব অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply