ইসরায়েলে হুতির মিসাইল হামলা!

|

ইসরায়েলে মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের একাধিক স্থানে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। খবর রয়টার্স।

সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, হুতিরা ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে। এছাড়া, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে জল ও স্থলপথে হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লোহিত সাগরে একটি মিসাইল ধ্বংস করেছে দেশটির অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই লোহিত সাগরে অভিযান চালিয়ে যাচ্ছে হুতিরা। ইসরায়েল অভিমুখী একাধিক বানিজ্যিক জাহাজেও হামলা চালায় তারা। এমনকি মার্কিন রণতরীতেও হামলা চালিয়েছে সংঘঠনটি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply