আর্জেন্টিনায় কংগ্রেসের সামনে বামপন্থীদের বিক্ষোভ

|

বামপন্থীদের সাথে পুলিশের সংঘাতের একটি মুহূর্ত। ছবি: আল জাজিরা।

আবারও আর্জেন্টিনায় পুলিশের সাথে বামপ্নথীদের সংঘর্ষ। দেশটির কংগ্রেসের সামনে বিক্ষোভ করার সময় বামপন্থীদের সাথে এই সংঘাতের ঘটনা ঘটে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মাইলির নতুন বিল উত্থাপনকে কেন্দ্র করে কংগ্রেসের সামনে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে তারা প্রেসিডেন্ট মাইলিকে সামরিক একনায়কতন্ত্রের সাথে তুলনা করে স্লোগান দেয়। এই বিলে অর্থনৈতিক নীতি পরিবর্তনসহ সরকারি প্রতিষ্ঠান বেসরকারী করার কথাও বলা হয়।

দেশটি গত এক যুগের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ভুগছে। ইতোমধ্যে, মূল্যস্ফীতি প্রায় ২০০ শতাংশ। গেলো বছরের ডিসেম্বরের নির্বাচনের পরপরই এটিই প্রেসিডেন্ট হাভিয়ার মাইলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

বিলটি পাশ করতে হলে মাইলিকে কংগ্রেসের উচ্চ ও নিম্ন দুই কক্ষকেই জোটবদ্ধ করতে হবে। উত্থাপিত বিলটি বুধবার নিম্ন কক্ষে পাশ হলে, তা পরের সপ্তাহে সিনেটের উচ্চ কক্ষে উত্থাপিত হবে। বিনিয়োগকারী ও স্থানীয় ব্যবসায়ীদের উপর জোরালো প্রভাব ফেলবে নতুন এই বিলটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply