কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি কিয়েভের

|

ছবি: আল জাজিরা।

সাবমেরিন ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে একটি রুশ রণতরী ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দাবির সাপেক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অন্তত ৬টি ড্রোন ব্যাহার করা হয়েছে এই হামলায়। যেগুলোর প্রত্যেকটিতে, কমপক্ষে ৩শ’ কেজি বিস্ফোরক ছিলো।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, একাধিক ন্যাভাল ড্রোনের আঘাতের পর বিস্ফোরিত হয়ে ডুবে যায় ইভানোভেতস নামের জাহাজটিতে। মূলত, ক্ষেপণাস্ত্র ছোড়ার কাজে ব্যবহৃত হয় এই জাহাজ। জাহাজটিতে প্রায় ৪০ জন ক্রু ছিলেন।

উল্লেখ্য, কোনো হতাহত ঘটেছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply