মার্কিন হামলায় ইরাকের প্রতিক্রিয়া

|

ছবি: সিএনএন।

সিরিয়া-ইরাকে থাকা ইরানি সামরিক অবস্থানে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনুমোদনের পরপরই শুরু হয় ইরাকী সীমান্তে হামলা। যুক্তরাষ্ট্রের এমন সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিজ ভূখণ্ডে বিদেশী শক্তির এ ধরণের অভিযানকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়।

এর আগেও, ইরাকি ভূখণ্ডে একাধিকবার অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলার প্রতিক্রিয়ায়, ইরাকের প্রধানমন্ত্রী দেশটি থেকে বিদেশী সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানান। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ইরাকের সাথে আলোচনার ভিত্তিতেও এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply