গাজীপুর করেসপনডেন্ট:
গাজীপুরের শ্রীপুরে ধলাদিয়া এলাকায় একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। রাত ৮টায় এই প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
জানা যায়, শ্রীপুরের ধলাদিয়া সাইনবোর্ড এলাকায় গ্লোব গ্লোভস্ ম্যানুফ্যাকচার বাংলাদেশ লিমিটেড নামক কারখানাটিতে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের খবর জানা যায়নি।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কারখানা ভবনের নিচ তলার তুলার গোডাউনে আগুন লাগে। পরে সেটি দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
/এএস/এনকে
Leave a reply