আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে ছিল উপচে পড়া ভিড়। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নেন আশেপাশের সড়কে।
মানুষের স্রোত ইজতেমা ময়দানের প্রতিটি প্রবেশ পথ, অলিগলি আর তাবুর মাঝের ফাঁকা জায়গায়। কোথাও নেই তিল ধারণের ঠাঁই। লাখো মানুষের গুঞ্জন আর কোলাহলে চুরমার মধ্যরাতের নিরবতা। লাখো মুসল্লির এই জমায়েত শীতল রাতেও ছড়ায় উষ্ণতা। সবারই এক উদ্দেশ্য- আল্লাহর সন্তুষ্টি লাভ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে বেড়েছে মুসল্লির চাপ। ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রথম পর্বের ইজতেমা। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ট্রফিক বিভাগ।
Leave a reply