রাশিয়ার দখলকৃত লুহানস্কের বেকারিতে হামলা

|

হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেকারিটি। ছবি: রয়টার্স।

রাশিয়ার দখলকৃত লুহানস্কে ভয়াবহ হামলা হয়েছে একটি বেকারিতে। কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার লিসিচানস্ক শহরে হয়েছে এ হামলা। ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা।

রাশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, হামলার সময় ভবনটিতে উপস্থিত ছিল প্রায় অর্ধ শত মানুষ। শঙ্কা, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে অনেকে। হামলার পেছনে কিয়েভকে দায়ী করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে পশ্চিমাদের দেয়া অস্ত্র। বেকারিতে হতাহতের ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply